আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৮ Mar ২০২৫
  • / পঠিত : ৩৭ বার

মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

: মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অন্য ভাই অলিল সরদার ও পলাশসহ (১৮) তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহতরা ওই এলাকার আজিবর সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শনিবার ১০টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে। এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নেয়। সেখানে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরেক ভাই অলিল ও স্থানীয় পলাশসহ তিনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় আতাউর ও তার আত্মীয়দের প্রায় ৭ থেকে ৮টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba