আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

এনআইডি’তে রাখা যাবে একাধিক স্ত্রীর নাম

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১০ Mar ২০২৫
  • / পঠিত : ২৭ বার

এনআইডি’তে রাখা যাবে একাধিক স্ত্রীর নাম

এসবিনিউজবিডি ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করতে এখন থেকে ডাক নাম ও একাধিক স্ত্রীর তথ্য যুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (১০ মার্চ) এমন তথ্য জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা বসেছিলাম। আমাদের কাছে প্রচুর সংশোধনের আবেদন আসছে। কিন্তু দেখা যাচ্ছে, প্রচুর আবেদনে ডাক নামটা পাচ্ছি না। সেজন্য আমাদের আবেদনগুলো সমাধান করতে পারছি না। আমরা গতকাল বিষয়টা নিয়ে বসেছিলাম, তখন প্রাথমিক একটা আলোচনা হয়েছে, যেহেতু বাংলাদেশে প্রচুর মানুষ ডাক নাম আলাদাভাবে ব্যবহার করে। অফিসিয়াল নেইমকে আসল নাম হিসেবে ব্যবহার, এক্ষেত্রে যদি ভোটার নিবন্ধনের দুই নম্বর ফরমে ডাক নামটা নিয়ে নিতে পারি তাহলে সেটা আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহায়তা করবে।’

হুমায়ুন কবীর বলেন, ‘দ্বিতীয় বিষয়টা হচ্ছে, অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা বলেন ডাটাবেজে নামটা অন্তর্ভুক্ত করতে। একাধিক স্ত্রী যদি কারো থাকে, তাহলে আগেই যদি সেটা আমরা সংগ্রহ করে নিই দুই নম্বর ফরমে তাহলে দেখা যাবে ভবিষ্যতে সে সমস্যা আর থাকবে না। তাই দুই নম্বর ফরমে এটা রাখা যায় কিনা, আমরা তা আলোচনা করেছি। যদি কমিশন এটা অনুমোদন দেয় তাহলে আমরা সেটা দুই নম্বর ফরমে অন্তর্ভুক্ত করতে পারি।’

ভোটার হওয়ার সময় ২৫ ধরনের তথ্য নাগরিককে দিতে হয় দুই ফরম পূরণ করার মাধ্যমে। এতে ডাক নাম উল্লেখ করার কোনো অপশন নেই। এছাড়া একাধিক স্ত্রী বা বিয়ে তথ্য দেওয়ার কোনো অপশন নেই। কিন্তু অনেকেই ডাক নামে ভোটার হন, কিংবা নাম সংশোধন করতে গেলে যে নাম চেয়ে থাকেন, তার প্রমাণ মেলে না। কাজেই দুই নম্বর ফরমে কারো ডাক নাম থাকলে সেটা যাচাই করতে সহজ হবে। এতে সেবাও মিলবে দ্রুত।

অন্যদিকে অনেক নারীর স্বামী মারা গেলে সম্পত্তি ভাগাভাগিতে ঝামেলায় পড়েন যদি স্বামীর এনআইডিতে স্ত্রীর নামের সঙ্গে না মেলে। বিশেষ করে যাদের একাধিক বিয়ে হয় তাদের এ সমস্যা বেশি হয়। এক্ষেত্রে দুই ফরমে একাধিক স্ত্রীর নাম থাকলে সমস্যাগুলো সহজে সমাধান করা যাবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba