আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ৩১ বার

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

এসবিনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবানলের খবর পাওয়া গেছে দখলদার দেশটির বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রতেও। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আনাদোলু জানিয়েছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে ১১ হাজার ৫০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ২০ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে।

এদিকে, দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার বা শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টিপাতের আগে পর্যন্ত আগুন জ্বলতে পারে।

বুধবার (২৩ এপ্রিল) প্রথমে মোশাভ তারুমের কাছে শুরু হয়। এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইত শেমেশ, এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওনসহ আশপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট ৩৮ বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন।

জানা গেছে, ছয়টি জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। বেইত শেমেশের উত্তরে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিন-রাত এক করে কাজ করছে। জেরুজালেম পাহাড় অঞ্চলে আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba