আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ তলানিতে নামালো ভারত

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৪ মে ২০২৫
  • / পঠিত : ১৯ বার

পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ তলানিতে নামালো ভারত

এসবিনিউজবিডি ডেস্ক: ভারত জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বাগলীহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। দেশটি জম্মুর কিশানগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। রোববার (৪ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পানি ছাড়ার সময় নির্ধারণে এই দুই জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা ভারতের হাতে রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি ব্যবহার বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের একটি আন্তর্জাতিক বন্দোবস্ত।

বাগলীহার বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে মতপার্থক্য রয়েছে, এমনকি পাকিস্তান অতীতে বিষয়টি নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতাও চেয়েছিল। অন্যদিকে কাশ্মীরের কিশানগঙ্গা বাঁধটি নিয়েও কূটনৈতিক ও আইনি বিতর্ক হয়েছে, বিশেষ করে এটি নীলম নদীর ওপর কী প্রভাব ফেলছে তা নিয়ে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba