আজঃ শনিবার ১৭-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৬ মে ২০২৫
  • / পঠিত : ১ বার

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ট্রাকচালক মাদারীপুর জেলার কালকিনী উপজেলা সদরের জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসের হেলপার রাব্বী মোল্লা (১৭) ও বাসযাত্রী খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা গ্রামের নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪১)।  

দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক সড়কের ওপর থাকায় আড়াই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। সড়কের উভয়পাশে শত-শত যানবাহন আটকা পড়ে। ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাত ১১টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন করে। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মোংলা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকড্রাইভার শামীম মোল্লা ও বাসযাত্রী মানস সরকার মার যান। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে বাসের হেলপার রাব্বী মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। আহতদের গোপালগঞ্জ হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে রয়েছে। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করা সম্ভব হয়। রাত ১১টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই কর্মকর্তা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba