আজঃ বৃহস্পতিবার ২২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২১ মে ২০২৫
  • / পঠিত : ২ বার

গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউপি চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বুধবার (২১ মে) দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, উপজেলার উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া ইউনিয়নের সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী মণ্ডল, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউনিয়নের আব্দুল মান্নান আকন্দ ও গজারিয়া ইউনিয়নের খোরশেদ আলম খুশু।

পুলিশ জানায়, উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর অনলাইনে তারা পলাতক সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সঙ্গে যোগাযোগ করে আসছেন। রাষ্ট্রকে অকার্যকর পরিস্থিতি সৃষ্টির করার জন্য দলীয় নেতা কর্মীদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় ছয়জনকে আটক করা হয়। এ সময় উদাখালী ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করা পরিকল্পনা করে আসছেন তারা। তাই তাদের আটক করা হয়েছে। পলাতক উদাখালী ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba