আজঃ রবিবার ১২-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১০ Aug ২০২৫
  • / পঠিত : ৪০ বার

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এসবিনিউজবিডিডেস্ক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় লুট হয়ে যাওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেবো। কেউ যদি খবর দিতে পারে, সে পুরস্কার পাবে। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ছাত্র-জনতার অভ্যুত্থানে ব্যাপক হামলা ও ভাঙচুরের মুখে পড়ে বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা। এখন পর্যন্ত ৭০০টিরও বেশি অস্ত্রের কোনো খোঁজ মেলেনি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ লুট হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি (স্মল মেশিনগান), এলএমজি (লাইট মেশিনগান), পিস্তল, শটগান,গ্যাসগান,কাঁদানে গ্যাস লঞ্চার, সাউন্ড গ্রেনেড, বিভিন্ন বোরের গুলি, কাঁদানে গ্যাসের শেল ও স্প্রে । ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে যৌথ অভিযান শুরু হয়। এরই মধ্যে কিছু অস্ত্র উদ্ধার করা হলেও শত শত অস্ত্র ও গোলাবারুদের এখনো কোনো খোঁজ মেলেনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অস্ত্র উদ্ধারে আমরা সব বাহিনীকে যুক্ত করে কাজ করছি। জনগণের সহায়তা ছাড়া পুরোপুরি সফল হওয়া সম্ভব নয়।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba