আজঃ রবিবার ১২-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৩ Sep ২০২৫
  • / পঠিত : ৩২ বার

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু

: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয়ন্তী মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডল (৩)। এর আগে রোববার সকালে ঢাকায় মারা যায় জয়ন্তী মন্ডল (৩৩)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুপ্লব রায়।

মৃত জয়ন্তী মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী ও তার মেয়ে প্রতিভা মন্ডল।

জয়ন্তী মন্ডলের ভাতিজা বিপুল মন্ডল বলেন, সমির মন্ডল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হয় জয়ন্তী মন্ডল ও তার মেয়ে প্রতিভা মন্ডল। অসুস্থ্য অবস্থায় তাদের ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে জয়ন্তী মন্ডল মারা যান। তার এক দিন পর সোমবার সন্ধ্যায় তার কন্যা প্রতিভা মন্ডল মারা যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আমার ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সুকুমার মন্ডলরে ছেলের স্ত্রী ও কন্যা দুজনই ডেঙ্গু জ্বরে ঢাকায় মারা গেছেন। তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন হতে হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba