আজঃ রবিবার ১২-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

টঙ্গীতে ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশার চালক

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১০ Oct ২০২৫
  • / পঠিত : ৮ বার

টঙ্গীতে ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশার চালক

: গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এক অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

আহত মো. সাঈদ (৬০) গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত অটোরিকশার চালকের নাম মো. মুস্তাকিন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মো. সাইদ দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের মূল সড়কে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কনস্টেবল সাইদ তার হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফাটিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক গাড়ি থেকে নেমে কনস্টেবল সাইদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন আহত কনস্টেবলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ হামলাকারী অটোরিকশা চালক মোস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ‘ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba