আজঃ সোমবার ১২-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৫ Sep ২০২৪
  • / পঠিত : ১০৪ বার

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৫ যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া প্রাণ আরএফএল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাবেয়া বেগম (৭০), মোহাম্মদ আলী (৫৫), অমল কুমার কর্মকার (৩৯) নাজমুল (৩৫) ও আমান উল্লাহ (৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া প্রাণ আরএফএল ফিলিং স্টেশনের সামনে অটোরিকশাটিকে চাপা দেয় কাভার্ডভ্যান। এতে এক নারীসহ চার জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।

রোববার সকালে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মাজেদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহগুলো থানায় রাখা হয়েছে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba