আজঃ রবিবার ১১-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে বালির নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২১ Sep ২০২৪
  • / পঠিত : ১১০ বার

যশোরে বালির নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে বালিচাপা অবস্থায় শরিফুল ইসলাম সাকিব (২০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভয়নগরের একতারপুর পূর্ব পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সাকিব ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ১৭ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার বিকেলে প্রতিবেশী মোমেনা বেগম সাকিবদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি রুমে হাত-পায়ের ও লুঙ্গির কিছু অংশ দেখতে পান তিনি। এসময় তার হাঁক-ডাকে আশপাশের লোকজন এসে দেখতে পান সাকিবের মরদেহ বালিভর্তি বস্তায় রাখা। যা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে তার বাবা মজিবর পলাতক। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba