আজঃ মঙ্গলবার ২০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৪ Nov ২০২৪
  • / পঠিত : ২২৩ বার

সাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

ডেইলিএসবিনিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের দক্ষিণপূর্বে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যার ফলে চলতি সপ্তাহে দেশব্যাপী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৪ নভেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আজ (রোববার) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba