আজঃ শনিবার ১০-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নোয়াখালীতে যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ৩০ এপ্রিল ২০২৫
  • / পঠিত : ২৮ বার

নোয়াখালীতে যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা

নোয়াখালী সদরে মিরাজ হোসেন শান্ত (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে থেকে শান্তকে আটক করে নিয়ে যায় সুধারাম থানা পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ছাত্র আন্দোলনে গুলি করার চারটি মামলা রয়েছে।

আটক মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক পদে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিনের ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হমালার একাধিক মামলা রয়েছে।

নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে মিরাজ হোসেন শান্তকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় এজাহারভুক্ত আসামি। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba