আজঃ রবিবার ১৮-০৫-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কুমিল্লায় বিএনপি অফিসে আগুন দিলো ছাত্রদলের পদবঞ্চিতরা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৮ মে ২০২৫
  • / পঠিত : ৬ বার

কুমিল্লায় বিএনপি অফিসে আগুন দিলো ছাত্রদলের পদবঞ্চিতরা

: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সদ্যঘোষিত দক্ষিণ জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিতদের বিরুদ্ধে। এছাড়া কার্যালয়ে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত ১৫ মে রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে পদবঞ্চিতরা তাৎক্ষণিক নগরীর পুবালি চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। পরদিন শুক্রবার (১৬ মে) নতুন দায়িত্বপ্রাপ্তরা নগরীতে আনন্দ মিছিল এবং বঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন।

আজ সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা পুনরায় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় বিএনপি দক্ষিণ অফিসের সামনে আসেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা মিছিলরত অবস্থায় বিএনপির কার্যালয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান তারা। পরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম (জিলানী) ও মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাকে একাধিকবার ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মহানগর ও জেলা ছাত্রদলের পদবঞ্চিতরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এতে অনেকটা উত্তপ্ত কুমিল্লার রাজনীতি। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে বিষয়টি আমার জানা নেই।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, যারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে, তারা ফ্যাসিবাদের দোসর হতে পারে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে দলীয়ভাবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানাবো।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba