আজঃ রবিবার ১২-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মাইলস্টোন ট্রাজেডি: মেহেরপুরে শিক্ষার্থী মাহিয়ার দাফন সম্পন্ন

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৫ জুলাই ২০২৫
  • / পঠিত : ৩৯ বার

মাইলস্টোন ট্রাজেডি: মেহেরপুরে শিক্ষার্থী মাহিয়ার দাফন সম্পন্ন

: ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাহিয়া তাসনিম মায়ার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৭টায় মরদেহ অ্যাম্বুলেন্স যোগে তার নানাবাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে পৌঁছায়। এ সময় তার আত্মীয় স্বজনসহ এলাকার মানুষ শোকাহত হয়ে পড়ে।

নিহত মাহিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে।

তাসনিমের নানা নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার সময় স্থানীয় কবরস্থানে তার দাফন করা হয়।

মাহিয়া তাসনিম রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়। মাহিয়া তাসনিম বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয়।

মাহিয়া তাসনিমের শেষ ঠিকানা হলো তার নানাবাড়ি মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে কবরস্থানে। সকাল ৮টার সময় নানা বাড়ি মুজিবনগর জয়পুর গ্রামে সামাজিক কবরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba