আজঃ রবিবার ১২-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আগামীর বাংলাদেশে এনসিপির জয়জয়কার হবে: নাহিদ

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ৩০ জুলাই ২০২৫
  • / পঠিত : ৪৭ বার

আগামীর বাংলাদেশে এনসিপির জয়জয়কার হবে: নাহিদ

: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়জয়কার হবে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভা চত্বরে আয়োজিত জনসভায় তিনি এমন মন্তব্য করেন।

এর আগে, ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড় এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে নরসিংদী সরকারি কলেজ এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরের সভাস্থলে এসে শেষ হয়।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, রংপুর থেকে শুরু হওয়া পদযাত্রা মাসব্যপী সারাদেশ ঘুরে আজ বিপ্লবের নগরী নরসিংদীতে উপস্থিত হয়েছে। গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। নবম সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আমরা কোনো দাবি থেকে সরে আসিনি। আমরা সব দাবি আদায় করে ছাড়ব। ‘২৪ এর অভ্যুত্থানে নরসিংদীবাসীর অবদান ছিল বৃহৎ। নরসিংদীর শহীদ তাহমিদসহ সব শহীদদের আজ আমরা স্মরণ করছি। আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে নরসিংদীবাসী আসলেই আমরা আমাদের দাবি অনেকটা আদায় করতে পারব।

সমাবেশে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারাসহ নরসিংদীর স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba